সভাপতির বাণী
একটি দেশকে উন্নয়নের চুড়ান্ত পর্যায় নেওয়ার ক্ষেত্রে যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নাই।
জাতীসংঘ ২০১৬ সাল হতে ২০৩০ সাল পর্যন্ত Sustanable Development Goals বা টেকসই উন্নয়নের লক্ষমাত্রা নির্ধারণ করেছেন। বাংলাদেশও সেই লক্ষমাত্রাকে সামনে রেখে দেশের জনগণকে বিশেষকরে  শিক্ষার্থীদেরকে উন্নত ও উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ শিক্ষাখাতকে  বেশী গুরুত্ব দিয়েছে।দেশের সকল শিক্ষার্থীদের  বিজ্ঞান ভিত্তিক ও আই,সি,টি নির্ভর শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে জন-সম্পদে রূপান্তর করার এক যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় Smart Bangladesh গড়ার লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্টানকে পর্যায়ক্রমে ডিজিটালাইজেশন হিসাবে গড়ে তোলা হচ্ছে। একটি শিক্ষাপ্রতিষ্টানের সকল তথ্য-উপাত্ত  ডাটাবেজের মাধ্যমে ওয়েবসাইটে আপলোড করা থাকবে। যে কোনো প্রান্ত হতে যে কেউ তা দেখতে পারবে।
দেশ ও দেশের জনগণকে Smart  হিসাবে গড়ে তোলার জন্য, দেশের শিক্ষার্থীদেরকে জনসম্পদ হিসাবে গড়েতোলার জন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় শিক্ষামন্ত্রণালয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্টানে Dynamic website খোলার নির্দেশ দেয়।
এ নির্দেশনার আলোকে জলিলপুর আলিম মাদরাসায় Dynamic website খোলা হচ্ছেশুনে আমি অত্যান্ত আনন্দিত।
আমি অত্র জলিলপুর আলিম মাদরাসার সভাপতি হিসাবে সরকার শিক্ষাখাতকে যে পরিকল্পনা নিয়েছে আমি তার সফলতা কামনা করি।
মো:আব্দুর রশিদ খান
সভাপতি
জলিলপুর আলিম মাদরাসা
মহেশপুর, ঝিনাইদহ।